২৩ বছর পর কুমিল্লার মাঠে বিপিএল ট্রফি ঘরে তুললো মোহামেডান

জহিরুল হক বাবু।।
আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায়। আজ ছিল ট্রফি নিয়ে উৎসব করার ক্ষণ। প্রস্তুতিও নিয়েছিল মোহামেডান স্পোর্টিং। খেলা শেষে নতুন টি শার্ট পরেছিলেন ফুটবলার ও কোচ। যেখানে লেখা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’। ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা শিরোপাগুলোর সালও লেখা ছিল টি শার্টে। সাদা কালো পতাকা হাতে ইমানুয়েলসহ অন্যরা ছুটে যান গ্যালারির সামনে। সেখানে সমর্থকরা স্মোক ফ্লেয়ার নিয়ে উৎসবে মাতেন। কুমিল্লার ধর্মসাগর তীরে দেশের পেশাদার ফুটবল লিগে নতুন চ্যাম্পিয়ন মোহামেডানকে নিয়ে সমর্থকরা দিনটি স্মরণীয় করে রাখলো।

দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। তাই খেলায় অনেকটাই ঢিলেঢালা ভাব দেখা গেছে। আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে আজ ব্রাদার্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাদা কালোরা। তবে ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে গলায় পদক ঝুলিয়ে হাতে ট্রফি নিয়ে চ্যাম্পিয়নদের উল্লাস ছিল চোখে পড়ার মতোই। উড়লো কনফেত্তিও।

মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ও সদস্য জাকির হোসেন চৌধুরী।

এদিকে ম্যাচের ৪৩ মিনিটে অবসরে যান ব্রাদার্সের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এই ম্যাচের মধ্য দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন তেকাঠির নীচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা জাতীয় দলের সাবেক এই গোলকিপার। ম্যাচের বিরতিতে রানার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, বাফুফের জাকির হোসেন চৌধুরী, ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর নজরুল ইসলাম।

বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলা শুরুর ৭ মিনিটের মাথায় ব্রাদার্স ইউনিয়নের মোহাম্মদ দিয়ার গোল করে খেলায় উত্তেজনার সৃষ্টি করে। প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় মোহামেডানের মেহেদী হাসান গোল করে খেলায় সমতা আানেন।

এদিকে উত্তেজনাপূর্ণ ম্যাচে মোহামেডানের সোলেমান দিয়াবেতে ৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। পরে ৬৯ মিনিট তৃতীয় গোলটি করে সোলেমান দিবায়তে মোহামেডানকে এগিয়ে নেন। অপরদিকে ব্রাদার্স ইউনিয়নের আক্রমণ ছিল চোখে পড়ার মতো। একের পর এক আক্রমণ করে দ্বিতীয়ার্ধ্বের ৭১ মিনিটের মাথায় এমফন সানডে দ্বিতীয় গোলটি করেন। তার গোলে খেলার চরম উত্তেজনা সৃষ্টি হয়। শেষমুহুর্তে ব্রদার্সের আবু সাঈদ ৮৭ মিনিটের মাথায় গোল করে খেলার সমতায় আনেন।

১৫ লিগ শিরোপার বাইরে থাকার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডান চ্যাম্পিয়ন টফি তুলে নেয় এক ম্যাচ বাকি থাকার আগেই। ২৯ মে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডানের শেষ ম্যাচ ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে। বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান ট্রফি তুলে দেন। ম্যাচ শেষে অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে সাদাকালোর সুলেমান দিয়াবাতের দল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page