কুমিল্লায় এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩১ জনের

স্টাফ রিপোর্টার।।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৩৩১ জনের। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৯৩ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন। অন্যান্য গ্রেডে পরিবর্তন হয়েছে ২০২ জনের।

বৃহস্পতিবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্মূল্যায়নের এই ফল প্রকাশ করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর এইচএসসি-২০২৪ সালের ফল প্রকাশ হয়। এই বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ, যা গত দুই বছরের তুলনায় কম। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।

পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৩১২ জন। সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯০৫ জন, যা মোট ফলাফলের ৭১ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন, যা মোট ফলাফলের ৭ দশমিক ৫৪ শতাংশ।

ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। আবেদন করেন ২১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর মোট ৫৮ হাজার ৮২৬টি উত্তরপত্র নিরীক্ষণ করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান বলেন, ‘বোর্ডের নিয়মিত আবেদন গ্রহণ এবং পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। ২০২৪ সালের পুনর্নিরীক্ষণের ফলাফল আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page