বি এম ফয়সাল, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই স্মারকলিপি প্রদান করে তারা।
এতে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় আদিবাসী শিক্ষার্থীদের জন্য পূর্বে নির্ধারিত ১২টি সিট বা ১% কোটা পুনর্বহালের দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৪র্থ ভর্তি কমিটির সভায় আদিবাসীদের জন্য নির্ধারিত কোটা বিলুপ্ত করে তা ক্ষুদ্র নৃগোষ্ঠী, অ-উপজাতি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে একত্র করা হয়। পরবর্তীতে এটি ১৯টি থেকে কমিয়ে ১১টি সিটে আনা হয়, যা আদিবাসী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকারে অন্তরায় সৃষ্টি করছে।
আইন বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী সুইচিং মারমা বলেন,আগে আদিবাসী শিক্ষার্থীদের জন্য ১২টি বা ১% স্বতন্ত্র কোটা সংরক্ষিত থাকলেও এবার তা বাতিল করে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অ-উপজাতি ও প্রতিবন্ধী মিলিয়ে ১১টি সিট নির্ধারণ করা হয়েছে। এতে আদিবাসী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। ৭ মে আবারও স্বতন্ত্র কোটার দাবিতে আমরা স্বারকলিপি প্রদান করেছি । আমরা প্রশাসনের যথাযথ সিদ্ধান্তের প্রত্যাশা করছি।
স্বারকলিপিতে তারা তিন দফা দাবি উত্থাপন করেন; দাবিসমূহ হলো পূর্বের স্বতন্ত্র ১২টি বা ১% কোটা পুনর্বহাল, আদিবাসীদের সিট সম্পূর্ণ স্বতন্ত্র রাখা এবং বিষয়ভিত্তিক বরাদ্দের পরিবর্তে সাবজেক্ট চয়েস অনুযায়ী ভর্তির সুযোগ দেওয়া।
স্মারকলিপিতে ১০ মে’র মধ্যে দাবি পূরণের আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
আরো দেখুন:You cannot copy content of this page