০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রথমবারের মতো কুবিতে পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ফ্যান-লাইট ও ফ্রিজের মাসিক বিল ১ লাখ ৬৭ হাজার টাকা! কুবি শিক্ষার্থীকে হত্যাকারীর শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কুমিল্লায় ছাগল চুরি করতে গিয়ে ধরা খেল ৬ জন; গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কুবিতে নতুন করে চালু হচ্ছে ১৮ টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউট কুমিল্লায় ফজরের নামাজে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রবাসী যুবক নিহত কুমিল্লায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর নালার গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় নিখোঁজের একদিন পর কমিশনারের ছেলের মরদেহ উদ্ধার দুই একটা দলের সঙ্গে আলাপ করে দেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না -হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, মরদেহ নিয়ে থানায় স্বজনরা

  • তারিখ : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • 24

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাসে চাঁদার দাবিতে মারধরের দুই সপ্তাহ পর স্বপন ভূঁইয়া (৩২) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্বজনরা মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় তিতাস থানায় এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, চাঁদার জন্য স্থানীয় কিশোর গ্যাং তাকে পিটিয়ে আহত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপন ভূঁইয়া উপজেলার ওমরপুর গ্রামের সোবহান ভূঁইয়ার বড় ছেলে।

স্বপনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘আট মাস আগে স্বপন কুয়েত থেকে দেশে ফেরার পর স্থানীয় কিশোর গ্যাং তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা ৩১ অক্টোবর রাতে বাড়ি থেকে স্বপনকে তুলে নিয়ে মারধর করে।

‘পরে স্বজনরা তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে স্বপন মারা যান।’

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘নিহত স্বপন ভূঁইয়ার স্বজনরা তার মরদেহ নিয়ে রাত সাড়ে ৯টায় থানায় এসেছেন। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের মারধরের শিকার হয়ে মারা যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।’

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বোন আয়েশা আক্তার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতারে পুলিশি অভিযান পরিচালনা করা হবে।

error: Content is protected !!

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, মরদেহ নিয়ে থানায় স্বজনরা

তারিখ : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাসে চাঁদার দাবিতে মারধরের দুই সপ্তাহ পর স্বপন ভূঁইয়া (৩২) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্বজনরা মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় তিতাস থানায় এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, চাঁদার জন্য স্থানীয় কিশোর গ্যাং তাকে পিটিয়ে আহত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপন ভূঁইয়া উপজেলার ওমরপুর গ্রামের সোবহান ভূঁইয়ার বড় ছেলে।

স্বপনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘আট মাস আগে স্বপন কুয়েত থেকে দেশে ফেরার পর স্থানীয় কিশোর গ্যাং তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা ৩১ অক্টোবর রাতে বাড়ি থেকে স্বপনকে তুলে নিয়ে মারধর করে।

‘পরে স্বজনরা তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে স্বপন মারা যান।’

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘নিহত স্বপন ভূঁইয়ার স্বজনরা তার মরদেহ নিয়ে রাত সাড়ে ৯টায় থানায় এসেছেন। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের মারধরের শিকার হয়ে মারা যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।’

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বোন আয়েশা আক্তার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতারে পুলিশি অভিযান পরিচালনা করা হবে।