কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ইতালি প্রবাসী যুবকসহ দুজন নিহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দোনারচর গ্রামের বাসিন্দা এবং দাউদকান্দি পৌর কমিশনার সালাহ উদ্দিনের ছেলে কলেজে পড়ুয়া আরিফ উদ্দিন (১৮) এবং উপজেলার সবজিকান্দি গ্রামের বাসিন্দা সফিউল্লাহর ছেলে ইতালি প্রবাসী মো. সৈকত (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেল আরোহী মেঘনা-গোমতী সেতু অতিক্রম শেষে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। সেতুর ঢালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ইসলাম বলেন, মোটরসাইকেলটি দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page