কুমিল্লায় চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারকে ছুরিকাঘাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় চাঁদার টাকা না পেয়ে মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী, সামাজিক-মানবিক ব্যক্তিত্ব ও সংবাদকর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র’কে হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনার প্রাথমিক ভাবে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে থানার অভিযোগের পর চাঁদাবাদ চক্রটি নিজেদেরকে আত্মগোপন করে ফেলে। তারা বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাসীন দলের কর্মী বাহিনী বলে ধারনা করা যায়।

এছাড়াও বিগত ৭ বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ষরজন্ত্র মুলক হামলার শিকার হয়েছেন মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মওদুদ আব্দুল্লাহ শুভ্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট, ২০২৪ ইং কাজের সাইট (পাস্তুবির ৫নং এলাকাস্থ) থেকে ফেরার পথে আনুমানিক রাত ১২ টায় ৩ জন পুরুষ ও ১ জন মহিলা মওদুদ আব্দুল্লাহ শুভ্র পথরোধ করে উক্ত চাঁদাবাজরা ও সন্ত্রাসীরা চাঁদাবাজি চাঁদা দাবি করে, তিনি চাঁদা দেওয়া অপারগতা দেখালে তাকে সন্ত্রাসী চক্রটি সম্মিলিত ভাবে সি এন জি থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিঠে আঘাত সহ কিল ঘুষি মারাসহ তাদের ভীতরে একজন সাদা মোটরবাইকে সাদা হ্যালমেট পরিহিত অবস্থায় একজন ধারালো ছুরি বের করে ছুরিকাঘাত করে এবং এতে ভিক্টিম মওদুদ শুভ্র প্রতিহত করতে গেলে তার ডান হাত দিয়ে ঠেকায় তখনই ছুরির আঘাতে তার বাম হাতে চরম ভাবে জখমি হয় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়,পরবর্তীতে কিছু স্থানীয় লোকজন সহজোগিতা করতে এগিয়ে আসলে মানুষের অবস্থান টের পেয়ে সন্রাসীরা একটি মোটর বাইক ও সন্ত্রাসী চক্রটির সটকে পড়ে এবং দ্রুত গতিতে দুটি মোটর বাইক নিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে জায়।

তখন আহত অবস্থায় মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে দ্রুত চিকিৎসা সেবা দিতে কুমিল্লা সদর (জেনারেল) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার ডান হাতের জখমী স্থানে সেলাই সহ অনান্য চিকিৎসা সেবা প্রদান করেন।

এই বিষয়ে আহত মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানায়, এই সক্রিয় সন্ত্রাসী চক্রটি বিগত ৭ বছর ধরে বিগত ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ক্ষয় ক্ষতি সহ হত্যার উদ্দেশ্য মিশন চালায়। পরে আমাকে টার্গেট করে আমার সাথে না পারায় তারা বেপরোয়া হয়ে আমার বৃদ্ধ পিতা সহ আমার পরিবারের নিরীহ সদস্যদের পর্যন্ত ক্ষতি করার চেস্টা চালায়।

শুধু তাই নয় আমার স্ত্রী কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সে ব্যবস্থাপনা বিভাগে অধ্যায়নরত ছিলো। তাকে পর্যন্ত হুমকি-ধমকি দেয় এবং কিডন্যাপ করে চাঁদাবাজির চেস্টা চালায়। তখন তার পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এই সন্ত্রাসী বাহিনী প্রতি মুহুর্তে চাঁদাবাজি টাকা আমার যাতায়াতের অবস্থান ফলো করে আমার পিছু পিছু ঘুরাফেরা সহ আমার বাসস্থান এলাকায় পর্যন্ত প্রায় সময়ে তাদের অবস্থান হটাৎ হটাৎ দেখা যায়। আমার কাছে তারা প্রতিনিয়ত ভয় ভীতি এবং নানাভাবে ষড়যন্ত্র করে চাঁদা দাবি করতে থাকে।

মওদুদ আবদুল্লাহ শুভ্র এই নাসকতাময় ঘটনার বিষয়ে ব্যাখা দিয়ে মাসিক মানবাধিকার খবর ( জাতীয়) সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন বলেন- মওদুদ আব্দুল্লাহ শুভ্র সমাজে একজন মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব। তার ওপর এই ধরনের নাসকতার তীব্র নিন্দা জানিয়ে অতি দ্রুত আসামিদেরকে আইনের আওতায় এনে সু-বিচার কামনা করছি।সমাজের সবাইকে আহবান জানাচ্ছি অপরাধী চক্রটিকে যে বা যাহারা চিনে থাকেন দেখা মাত্র প্রশাসনকে অবগত করে প্রশাসনের সহযোগিতায় গ্রেফতারের ব্যবস্থা গ্রহন করবেন বলে অনুরোধ জানাচ্ছি।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র এই ঘটনার বিষয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পক্ষে এই (মানবাধিকার) প্রতিস্থানের চেয়ারম্যান এড: সাইদুল শাওন বলেন- মওদুদ শুভ্র সর্বদা মানবিক কাজে মানুষের কল্যাণের জন্য মানবিক মানুষ হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তিনি মানবিকতার সংস্থায় কাজ করে বহুবার বিভিন্ন মানবিক ও সামাজিক সংস্থা থেকে পুরস্কৃত হন। এই রকম একজন সফল মানবিক সংগঠকের সাথে এই ধরনের ঘৃণিত ও নেক্কারজনক কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত আসামীগনদের গ্রেপ্তারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন সহ যৌথবাহিনীকে অনুরোধ জানাচ্ছি।

এই বিষয়ক মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র পক্ষে আইনজীবী এড: ইমরান জানান- বিগত দিন ধরে আমার মোয়াক্কেল এই সমস্যাটির ভীতরে আছেন। আমার মোয়াক্কেল মধ্য বিত্ত ঘরের উচ্চ শিক্ষিত ব্যক্তি। তিনি ক্ষুদ্র এই ব্যবসা ও চাকুরী ছাড়াও বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠন এর সাথে সরাসরি জড়িত আছে। আমার মোয়াক্কেল কে বিগত ৭ বছর ক্ষমতাসীন দলের সময় থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন ভাবে চাঁদা দাবি করা সহ হয়রানি করা হচ্ছে।যেটা অত্যন্ত দুঃখজনক। মওদুদ শুভ্র’র ক্ষতি করার জন্য এই চক্রটির সক্রিয় অবস্থানে আছে। তাই এই বিষয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রতিকার চেয়ে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের ইতিমধ্যে দায়ের করা হয়।বিষয়টি আদালতের আদেশ বলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করত প্রকৃত ঘটনা উদঘাটন করে আসামীগনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অতি দ্রুত গ্রহন করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page