০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

কুমিল্লায় দুই ডায়গনস্টিক সেন্টার সিলগালা; সাড়ে চার লাখ টাকা জরিমানা

  • তারিখ : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • 43

নেকবর হোসেন।।
কুমিল্লায় স্বাস্থ্যবিভাগের অভিযানে দুই ডায়গনস্টিক সেন্টার সিলগালা ও সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চিকিৎসকের ভুয়া নাম ও ফোন নাম্বার ব্যবহার করে পরিচালিত হচ্ছিলো ডায়গনস্টিক সেন্টার, আবার সেখানে গিয়ে পাওয়া যায় নি কর্তব্যরত কোন চিকিৎসক। আলট্রাসনোগ্রাফি রুমে গিয়ে পাওয়া গেছে লোহার রডসহ নানান নির্মান সামগ্রী।

এক্স-রে মেশিন না থাকলেও বাইরে থেকে এক্স-রে করিয়ে এনে নিজেদের ভাউচারে বিল করে দেয়া হচ্ছিলো গ্রাহকদের। কুমিল্লার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে এমন নানান অন্যায় অনিয়ম ধরা পড়ছে স্বাস্থ্যবিভাগের অভিযানে।

বৃহষ্পতিবার (২১ সেপ্টেম্বর) অভিযানে বসুন্ধরা ডায়গনস্টিক ও কিউর ডায়গনস্টিক সেন্টার নামে দুইটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিউর ডায়গনস্টিক সেন্টারকে সিলগালা এবং বসুন্ধরা ডায়গনস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

জেলা স্বাস্থ্যবিভাগের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, নগরীর রেইসকোর্স এলাকায় কিউর ডায়গনস্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোন লাইসেন্স পাওয়া যায় নি। কর্তব্যরত চিকিৎসক ছিলেন না।

এছাড়া ডায়গনস্টিক সেন্টারটির পরিবেশ অস্বাস্থ্য হওয়ায় তাদেরকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অপরদিকে নগরীর বাগিচাগাও এলাকায় বসুন্ধরা ডায়গনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় – ডাক্তারের ভুয়া নাম ও ফোন নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠান চালিয়ে আসছিলো। সেখানে গিয়ে কোন চিকিৎসক পাওয়া যায় নি। অন্য প্রতিষ্ঠান থেকে এক্স-রে পরীক্ষা করিয়ে এনে নিজের প্রতিষ্ঠানের নামে বিল দেয়া হচ্ছিলো রোগীদের। এছাড়াও অন্যান্য আরো অনিয়ম প্রমানিত হওয়ায় তাদেরকে দুই লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে।

অভিযানে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা এবং বন্ধ করার নির্দেশ দেন।

error: Content is protected !!

কুমিল্লায় দুই ডায়গনস্টিক সেন্টার সিলগালা; সাড়ে চার লাখ টাকা জরিমানা

তারিখ : ০৬:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

নেকবর হোসেন।।
কুমিল্লায় স্বাস্থ্যবিভাগের অভিযানে দুই ডায়গনস্টিক সেন্টার সিলগালা ও সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চিকিৎসকের ভুয়া নাম ও ফোন নাম্বার ব্যবহার করে পরিচালিত হচ্ছিলো ডায়গনস্টিক সেন্টার, আবার সেখানে গিয়ে পাওয়া যায় নি কর্তব্যরত কোন চিকিৎসক। আলট্রাসনোগ্রাফি রুমে গিয়ে পাওয়া গেছে লোহার রডসহ নানান নির্মান সামগ্রী।

এক্স-রে মেশিন না থাকলেও বাইরে থেকে এক্স-রে করিয়ে এনে নিজেদের ভাউচারে বিল করে দেয়া হচ্ছিলো গ্রাহকদের। কুমিল্লার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে এমন নানান অন্যায় অনিয়ম ধরা পড়ছে স্বাস্থ্যবিভাগের অভিযানে।

বৃহষ্পতিবার (২১ সেপ্টেম্বর) অভিযানে বসুন্ধরা ডায়গনস্টিক ও কিউর ডায়গনস্টিক সেন্টার নামে দুইটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিউর ডায়গনস্টিক সেন্টারকে সিলগালা এবং বসুন্ধরা ডায়গনস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

জেলা স্বাস্থ্যবিভাগের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, নগরীর রেইসকোর্স এলাকায় কিউর ডায়গনস্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোন লাইসেন্স পাওয়া যায় নি। কর্তব্যরত চিকিৎসক ছিলেন না।

এছাড়া ডায়গনস্টিক সেন্টারটির পরিবেশ অস্বাস্থ্য হওয়ায় তাদেরকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অপরদিকে নগরীর বাগিচাগাও এলাকায় বসুন্ধরা ডায়গনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় – ডাক্তারের ভুয়া নাম ও ফোন নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠান চালিয়ে আসছিলো। সেখানে গিয়ে কোন চিকিৎসক পাওয়া যায় নি। অন্য প্রতিষ্ঠান থেকে এক্স-রে পরীক্ষা করিয়ে এনে নিজের প্রতিষ্ঠানের নামে বিল দেয়া হচ্ছিলো রোগীদের। এছাড়াও অন্যান্য আরো অনিয়ম প্রমানিত হওয়ায় তাদেরকে দুই লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে।

অভিযানে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা এবং বন্ধ করার নির্দেশ দেন।