০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৩০ লাখ টাকা ও মাদকসহ একজন আটক

  • তারিখ : ০৮:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 91

জহিরুল হক বাবু।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের শুভপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা এবং একটি দেশীয় তৈরি দা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০) জুন সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, রবিবার (২৯ জুন) গোমতী নদীর দক্ষিণ পাড়ে, মৃত আলী মিয়ার বাড়ির সামনে একটি দোকানে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম স্থানীয় জনগণের সহায়তায় দোকানটিতে অভিযান চালায়। দোকানের ভিতরে একটি চালের ড্রামের মধ্যে ইয়াবাগুলো এবং একই বাড়ির খাটের নিচ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে মো. রিয়াজ (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত আলী মিয়ার ছেলে এবং পাচথুবি ইউপির গোমতী ভিলার বাসিন্দা। এ ঘটনায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামে একজন পলাতক রয়েছে, যার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে।

অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অর্থসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের তথ্য ও সহযোগিতায় এমন সফল অভিযান সম্ভব হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

error: Content is protected !!

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৩০ লাখ টাকা ও মাদকসহ একজন আটক

তারিখ : ০৮:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের শুভপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা এবং একটি দেশীয় তৈরি দা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০) জুন সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, রবিবার (২৯ জুন) গোমতী নদীর দক্ষিণ পাড়ে, মৃত আলী মিয়ার বাড়ির সামনে একটি দোকানে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম স্থানীয় জনগণের সহায়তায় দোকানটিতে অভিযান চালায়। দোকানের ভিতরে একটি চালের ড্রামের মধ্যে ইয়াবাগুলো এবং একই বাড়ির খাটের নিচ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে মো. রিয়াজ (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত আলী মিয়ার ছেলে এবং পাচথুবি ইউপির গোমতী ভিলার বাসিন্দা। এ ঘটনায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামে একজন পলাতক রয়েছে, যার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে।

অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অর্থসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের তথ্য ও সহযোগিতায় এমন সফল অভিযান সম্ভব হয়েছে বলেও তারা উল্লেখ করেন।