কুমিল্লায় বাহার-সূচনাসহ ২২৫ জনের নাম উল্লেখ করে আরও একটি মামলা

জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সহ ২২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে নগরীর দক্ষিণ চর্থা তালতলা এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণী জানা যায় গত ১৯ জুলাই বিকেল সাড়ে তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়ার লক্ষে বাদিসহ ৫০ থেকে ৬০ জন ছাত্র জনতা মিছিল নিয়ে কান্দিরপাড় যাচ্ছিলেন। পথমধ্যে দক্ষিণ চর্থা তালতলা চৌমুনী সৈয়দবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় বাহার ও সূচনার হুকুমে বাকি আসামিগণ গুলিবর্ষণ করে। এতে বাদীসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়।

উল্লেখ এর আগে ১৮ আগষ্ট কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৪৬২ জনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিন থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page