০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

কুমিল্লার মুরাদনগরে ৩ খুন; ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ৬ আসামি গ্রেপ্তার

  • তারিখ : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • 127

জহিরুল হক বাবু।।
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে সংঘটিত একই পরিবারের তিন সদস্যকে হত্যার মামলায় র‌্যাব-১১ এর অভিযানে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের আদমজীনগরস্থ র‌্যাব-১১ সদর দফতর থেকে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৩ জুলাই সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে ভিকটিম রোকসানা আক্তার রুবি (৫৫), তার মেয়ে জোনাকী (২৪) ও ছেলে রাসেল (২৭)-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রোকসানার অপর দুই মেয়ে রিক্তা (৩২) ও রুমা (২৭) গুরুতর আহত হন।

পরদিন (৫ জুলাই) রিক্তা বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর- ০৪)। মামলায় মোট ৩৩ জনের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

র‌্যাব-১১ এর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে এজাহারনামীয় আসামি বাচ্চু মিয়া, রবিউল আওয়ালসহ ৪ জনকে এবং কুমিল্লার হায়দরাবাদ এলাকা থেকে দুলাল ও তার ছেলে আকাশকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন—
১। বাচ্চ মিয়া (৫৫), পিতা: মত আলী আকবর, ঠিকানা: কড়ইবাড়ি, বাঙ্গরা বাজার, কুমিল্লা
২। রবিউল আওয়াল (৫৫), পিতা: মৃত ছপি মোল্লা, ঠিকানা: কড়ইবাড়ি, বাঙ্গরা বাজার, কুমিল্লা
৩। আতিকুর রহমান (৪২), পিতা: বাচ্চু মিয়া, ঠিকানা: কড়ইবাড়ি, বাঙ্গরা বাজার, কুমিল্লা
৪। মোঃ বায়েজ মাস্টার (৪৩), পিতা: রবিউল আওয়াল, ঠিকানা: কড়ইবাড়ি, বাঙ্গরা বাজার, কুমিল্লা
৫। দুলাল (৪৫), পিতা: মালু মিয়া, ঠিকানা: হায়দরাবাদ, বাঙ্গরা বাজার, কুমিল্লা
৬। আকাশ (২৪), পিতা: দুলাল, ঠিকানা: হায়দরাবাদ, বাঙ্গরা বাজার, কুমিল্লা

অভিযানে আসামিদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। মোবাইল চুরির ঘটনার জেরে পূর্বপরিকল্পিতভাবে তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “ঘটনার পর পরই র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে।”

error: Content is protected !!

কুমিল্লার মুরাদনগরে ৩ খুন; ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ৬ আসামি গ্রেপ্তার

তারিখ : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে সংঘটিত একই পরিবারের তিন সদস্যকে হত্যার মামলায় র‌্যাব-১১ এর অভিযানে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের আদমজীনগরস্থ র‌্যাব-১১ সদর দফতর থেকে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৩ জুলাই সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে ভিকটিম রোকসানা আক্তার রুবি (৫৫), তার মেয়ে জোনাকী (২৪) ও ছেলে রাসেল (২৭)-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রোকসানার অপর দুই মেয়ে রিক্তা (৩২) ও রুমা (২৭) গুরুতর আহত হন।

পরদিন (৫ জুলাই) রিক্তা বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর- ০৪)। মামলায় মোট ৩৩ জনের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

র‌্যাব-১১ এর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে এজাহারনামীয় আসামি বাচ্চু মিয়া, রবিউল আওয়ালসহ ৪ জনকে এবং কুমিল্লার হায়দরাবাদ এলাকা থেকে দুলাল ও তার ছেলে আকাশকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন—
১। বাচ্চ মিয়া (৫৫), পিতা: মত আলী আকবর, ঠিকানা: কড়ইবাড়ি, বাঙ্গরা বাজার, কুমিল্লা
২। রবিউল আওয়াল (৫৫), পিতা: মৃত ছপি মোল্লা, ঠিকানা: কড়ইবাড়ি, বাঙ্গরা বাজার, কুমিল্লা
৩। আতিকুর রহমান (৪২), পিতা: বাচ্চু মিয়া, ঠিকানা: কড়ইবাড়ি, বাঙ্গরা বাজার, কুমিল্লা
৪। মোঃ বায়েজ মাস্টার (৪৩), পিতা: রবিউল আওয়াল, ঠিকানা: কড়ইবাড়ি, বাঙ্গরা বাজার, কুমিল্লা
৫। দুলাল (৪৫), পিতা: মালু মিয়া, ঠিকানা: হায়দরাবাদ, বাঙ্গরা বাজার, কুমিল্লা
৬। আকাশ (২৪), পিতা: দুলাল, ঠিকানা: হায়দরাবাদ, বাঙ্গরা বাজার, কুমিল্লা

অভিযানে আসামিদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। মোবাইল চুরির ঘটনার জেরে পূর্বপরিকল্পিতভাবে তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “ঘটনার পর পরই র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দ্রুত সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে।”