আলমগীর হোসেন।।
কুমিল্লায় ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ ও মহাতাবু জলশা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ইউসুফ হাই স্কুল মাঠে আদর্শ সদর উপজেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ টি টিম এর ৪ শতাধিক স্কাউট সদস্য গন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জহিরুল আলম।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট এর সভাপতি কানিজ ফাতেমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন স্কাউট সদস্যদের বলেন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে স্কাউট অগ্রনী ভূমিকা পালন করবে। এই দেশ কে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তোমাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো:আমিনুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সনজুর মোরশেদ।
উপজেলা স্কাউট এর সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান এর সঞ্চালনায় এ সময় আদর্শ সদর উপজেলা স্কাউটস এর কমিশনার নাসিমা বিশ্বাস সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।
মহাতাবু জলশা অনুষ্ঠানে আগত স্কাউট টিম তাদের ডিসপ্লে প্রদর্শন করেন
আরো দেখুন:You cannot copy content of this page