কুমিল্লার তিতাসে সাপের কামড়ে দুবাই প্রবাসীর মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাসে সাপের কামড়ে মো: নাছির উদ্দিন (৪০) নামে এক দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাছির ঐ গ্রামের জারু মিয়ার ছেলে। জানা যায়, ওই দিন দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় সাপে কাটে নাছিরকে।

এসময় নাছিরের ডাক চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হোমনা এক ওঝাঁ কবিরাজের কাছে নিয়ে যায়।

সেখানে নেওয়ার পর যতই সময় বাড়ছে রোগীর অবস্থা ততই অবনতির দিকে যাচ্ছিলো রোগীর স্ত্রী বারবার হাসপাতালে নিতে বললেও স্বজনরা নিতে রাজি হচ্ছিল না।

এক পর্যায় সন্ধ্যা সাড়ে ৭ টায় রোগীর স্ত্রী ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তফা জামান আশিক বলেন, ‘হাসপাতালে আনার আগেই নাছিরের মৃত্যু হয়।

তারপরও আমরা এন্টিভেনম দিয়ে চেষ্টা করেছি কিন্তু তাকে বাঁচানো যায়নি। তবে স্থানীয় ওঝাঁ বা কবিরাজের কাছে না নিয়ে প্রথমেই হাসপাতালে নেওয়া হলে তাকে বাঁচানো সম্ভব হতো।’

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্যাহ বলেন, সাপে কাটার স্বজনদের ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই এবং রোগীকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসার জন্য সহযোগিতা করি। পরে রাত ১২ টায় খবর পাই ব্যক্তিটি মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page