কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার শশীদলের নারায়ণপুর এলাকা দিয়ে সীমান্তা পার হওয়ার সময় তাঁদের আটক করে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন।

আজ বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, মানব চোরাচালানকারী সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ব্রাহ্মণপাড়া সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page