কুমিল্লায় অর্ধশতাধিক সিএনজি-অটোরিকশা আটক

দাউদকান্দি প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অর্ধশতাধিক থ্রি হুইলার আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্ষন্ত মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড, হাসানপুর, শহীদনগর, গৌরীপুর বাসস্ট্যান্ড, আমিরাবাদ এবং জিংলাতুলী এলাকা থেকে এসব তিন চাকার যানবাহন আটক করা হয়।

মহাসড়কে থ্রি হুইলার চলাচলে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চালকরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চালাচ্ছেন এসব তিন চাকার গাড়ি।

থ্রি হুইলার মহাসড়কে চলাচলে নিরুৎসাহিত করতে চালকদের সাথে নিয়মিত আলোচনা সভা চালিয়ে যাচ্ছেন হাইওয়ে পুলিশ। জনসতেচনতায় লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিং করাও হয়। কিন্তু থ্রি হুইলার চালকরা কোন তোয়াক্কা না করে মহাসড়কে এসব গাড়ি চালাচ্ছেন।

অবশেষে কঠোর অবস্থানে যান হাইওয়ে পুলিশ। মহাসড়কে দুর্ঘটনা রোধে ও যাত্রীদের জান মাল রক্ষার্থে থ্রি হুইলার আটকের অভিযানে মহাসড়কে নামে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এইসব ফ্রি হুইলার মহাসড়কে চলাচল করতো।

মহাসড়কে দুর্ঘটনা রোধে এবং নিষিদ্ধ সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার অভিযান চালিয়ে ৪৪ টি বাটারি চালিত অটোরিকশা এবং ৬টি সিএনজি অটোরিকশা আটক করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page