০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

কুমিল্লায় করোনায় প্রাণ গেল ৫ জনের

  • তারিখ : ০৮:০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • 65

নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) বিকেল পৌনে ৫টায় সিভিল সার্জন মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে সবাই পুরুষ। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৯৫ বছর বয়সি এক জন, বুড়িচংয়ে ৬৫ বছর বয়সি একজন, ব্রাহ্মণপাড়ায় ২৩ বছর বয়সি একজন, কুমিল্লা সদর দক্ষিণে ৮৫ বছর বয়সি একজন ও বরুড়া উপজেলায় ৭০ বছর বয়সি একজন রয়েছেন।

এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৯ জনে। এখন পর্যন্ত জেলায় ১২ হাজার ৬৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মীর মোবারক হোসেন আরও বলেন, রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৬৯ জনের নমুনা প্রেরণ করা হলে এদের মধ্যে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে কুমিল্লা নগরীতে ১৯ জন, কুমিল্লা আদর্শ সদরে দুই জন, সদর দক্ষিণে চারজন, বুড়িচংয়ে তিনজন, ব্রাহ্মণপাড়ায় একজন, দাউদকান্দিতে একজন, দেবিদ্বারে একজন, লালমাইতে একজন, লাকসামে দুইজন, নাঙ্গলকোটে একজন, বরুড়ায় তিনজন, মনোহরগঞ্জে একজন ও তিতাস উপজেলায় একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৪ দশমিক ৪ শতাংশ।

এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। এরা সবাই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৫ জন।

error: Content is protected !!

কুমিল্লায় করোনায় প্রাণ গেল ৫ জনের

তারিখ : ০৮:০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) বিকেল পৌনে ৫টায় সিভিল সার্জন মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে সবাই পুরুষ। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৯৫ বছর বয়সি এক জন, বুড়িচংয়ে ৬৫ বছর বয়সি একজন, ব্রাহ্মণপাড়ায় ২৩ বছর বয়সি একজন, কুমিল্লা সদর দক্ষিণে ৮৫ বছর বয়সি একজন ও বরুড়া উপজেলায় ৭০ বছর বয়সি একজন রয়েছেন।

এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৯ জনে। এখন পর্যন্ত জেলায় ১২ হাজার ৬৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মীর মোবারক হোসেন আরও বলেন, রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৬৯ জনের নমুনা প্রেরণ করা হলে এদের মধ্যে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে কুমিল্লা নগরীতে ১৯ জন, কুমিল্লা আদর্শ সদরে দুই জন, সদর দক্ষিণে চারজন, বুড়িচংয়ে তিনজন, ব্রাহ্মণপাড়ায় একজন, দাউদকান্দিতে একজন, দেবিদ্বারে একজন, লালমাইতে একজন, লাকসামে দুইজন, নাঙ্গলকোটে একজন, বরুড়ায় তিনজন, মনোহরগঞ্জে একজন ও তিতাস উপজেলায় একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৪ দশমিক ৪ শতাংশ।

এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। এরা সবাই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৫ জন।