চট্টগ্রাম কক্সবাজারসহ ৩ পার্বত্য জেলায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে লিগ্যাল নােটিশ

চট্টগ্রাম কক্সবাজারসহ ৩ পার্বত্য জেলায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে লিগ্যাল নােটিশ পাঠিয়েছেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) এর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি এম. এ. হাশেম রাজু।

মঙ্গলবার চট্টগ্রাম কক্সবাজারসহ ৩ পার্বত্য জেলায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, পাহাড় নিধনের বিষয়ে লিগ্যাল নােটিশ পাঠিয়েছেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম. এ. হাশেম রাজু।

তার পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবী একলাছ উদ্দীন ভূঁইয়া রেজিষ্ট্রি ডাকযােগে এই লিগ্যাল নােটিশ অদ্য প্রদান করেন।

নােটিশে বিবাদীরা হলেন সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, সচিব, এল.জি.আর.ডি, মহা-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পরিচালক (এনফোর্সমেন্ট) পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম, ডি.সি ও এস.পি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার।

আইনজীবী একলাছ উদ্দীন ভূঁইয়া জানান, ৭২ ঘন্টার মধ্যে উক্ত নােটিশের জবাব দেওয়ার জন্য বিবাদীকে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতের আশ্রয় গ্রহন করা হবে বলে রীট উল্লেখ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page