জামায়াত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে চৌদ্দগ্রামে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য ও দেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জুন) বিকালে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিব এমপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এর সভাপতিত্বে মিছিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী।

উপজেলা যুবলীগ নেতা কাজী আবুল কালামের সঞ্চলনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী মোহাম্মেদ ফখরুল আলম ফরহাদ, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজির আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজমুদার, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page