বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের দোয়া

স্টাফ রিপোর্টার।।
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মুফতি আবু মুসা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বিআরডিবি কর্মকর্তা ও মসজিদ সেক্রেটারি রাসেল সারওয়ার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. সুলতান আহমেদ, বুড়িচং গ্রাম প্রধান মো. ফরিদ উদ্দিন মেম্বার, প্রেসক্লাব আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজ, সদস্য মো. তাজুল ইসলাম, মুয়াজ্জিন হাফেজ তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page