০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ফজরের নামাজে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রবাসী যুবক নিহত কুমিল্লায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর নালার গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় নিখোঁজের একদিন পর কমিশনারের ছেলের মরদেহ উদ্ধার দুই একটা দলের সঙ্গে আলাপ করে দেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না -হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপন; অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে -ডা. হারুন আল রশিদ মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ফোরামের মতবিনিময় সভা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন পূনর্বিন্যাসে নতুন মেরুকরণ বুড়িচংয়ে সেই যুবদল নেতাকে আবারও কারণ দর্শানোর নোটিশ; জেলা কমিটিকে তলব

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বাড়ি-গোয়ালঘর ভস্মীভূত, দগ্ধ ৫ গরু

  • তারিখ : ১১:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • 42

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়িসহ গোয়ালঘর ভস্মীভূত হয়ে ৫টি গৃহপালিত গরু দগ্ধ হয়েছে। এ ছাড়া একজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে বুড়িচং সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর মধ্যপাড়ার শিরু ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা কফিল উদ্দিন।

পুলিশের সাবেক সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শামীম জানান, বাড়ির রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে বৈদ্যুতিক তারে লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়িসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই সময় ৫টি গরু অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুন নিভাতে গিয়ে ঘর ও গরুর মালিক মিজান ব্যাপারীর ছেলে মাসুদ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আগুএন শিরু ব্যাপারীর ছেলে আবু তাহের, কাশেম ব্যাপারীর ছেলে পারভেজের ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে পুড়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা। স্থানীয় যুবদল নেতা মামুনুর রশিদ জানান, অগ্নিদগ্ধ দুটি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করা হয়েছে।

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি ২ ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

বাড়ি ও গোয়াল ঘরসহ পুড়ে গেছে এবং একই সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ২টি গরু জবাই করেছেন মালিক। তবে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপক্ষে তা নিরূপণ করা হবে।

error: Content is protected !!

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বাড়ি-গোয়ালঘর ভস্মীভূত, দগ্ধ ৫ গরু

তারিখ : ১১:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়িসহ গোয়ালঘর ভস্মীভূত হয়ে ৫টি গৃহপালিত গরু দগ্ধ হয়েছে। এ ছাড়া একজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে বুড়িচং সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর মধ্যপাড়ার শিরু ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা কফিল উদ্দিন।

পুলিশের সাবেক সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শামীম জানান, বাড়ির রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে বৈদ্যুতিক তারে লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়িসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই সময় ৫টি গরু অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুন নিভাতে গিয়ে ঘর ও গরুর মালিক মিজান ব্যাপারীর ছেলে মাসুদ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আগুএন শিরু ব্যাপারীর ছেলে আবু তাহের, কাশেম ব্যাপারীর ছেলে পারভেজের ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে পুড়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা। স্থানীয় যুবদল নেতা মামুনুর রশিদ জানান, অগ্নিদগ্ধ দুটি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করা হয়েছে।

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি ২ ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

বাড়ি ও গোয়াল ঘরসহ পুড়ে গেছে এবং একই সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ২টি গরু জবাই করেছেন মালিক। তবে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপক্ষে তা নিরূপণ করা হবে।