বুড়িচংয়ে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর ব্রাক অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের লিটন মিয়ার ছেলে আরিফ আহমেদ (২৩) ও একই উপজেলার নগরপাড় গ্রামের শাহীন মিয়ার ছেলে নয়ন মিয়া (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ব্রাহ্মনপাড়াগামী মোটরসাইকলেরটির সাথে বিপরীত দিক থেকে আসা ফ্রেস কোম্পানীর একটি মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দ্ইু আরোহী গাড়ীর চাকায় পিষ্ট হয়।

বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সরকার জানান, ফায়ার স্টেশনের ৫শ গজ দূরে দূর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের একটিদল দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে অংশ নেয়। তিনি আরো জনান, দূর্ঘটনা স্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদ আলম জানান, পুলিশ দূর্ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- চালক জেলার দাউদকান্দি উপজেলার চাশরা গ্রামের মোশারফ হোসেন ও হেলপার একই এলাকার রাজ নয়ন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page