০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

  • তারিখ : ০৫:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 125

মোঃ রবিউল আলম, মালদ্বীপ থেকে।।
নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মদ মুইজ্জুর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

রোববার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিপাবলিক স্কয়ার থেকে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী নবনিযুক্ত হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিচয়পত্র পেশ শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ড. নাজমুল ইসলাম দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন। উভয় পক্ষই এ সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রাষ্ট্রপতি ড. মুহাম্মদ মুইজ্জু নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তার মেয়াদকালে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

error: Content is protected !!

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

তারিখ : ০৫:২৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

মোঃ রবিউল আলম, মালদ্বীপ থেকে।।
নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মদ মুইজ্জুর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

রোববার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিপাবলিক স্কয়ার থেকে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী নবনিযুক্ত হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিচয়পত্র পেশ শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ড. নাজমুল ইসলাম দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন। উভয় পক্ষই এ সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রাষ্ট্রপতি ড. মুহাম্মদ মুইজ্জু নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তার মেয়াদকালে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।