শাহরাস্তিতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটায় দেড় লক্ষ টাকা জরিমানা

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন ফসলি মাঠে রাতের আঁধারে মাটি কাটায় দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।

(১৪ মে ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা মহোদয়ের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকা অবৈধভাবে রাতের আঁধারে ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে মধ্যরাতে শাহরাস্তি উপজেলার মেলার দরজা ও বসুপাড়া এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে দুই অসাধু মাটি খেকো ব্যক্তিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিভিন্ন ধারার অপরাধে ১জন মাটি ব্যবসায়ী ও বেকুর ড্রাইভারকে ১,৫০,০০০/- দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার। উক্ত অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ ও আনসার সদস্যগণ।

উপজেলা প্রশাসন জানায় কৃষিজমি বা পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page