০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা সাহেবাবাদ ডিগ্রি কলেজ; ১৫৩ জনের মধ্যে ১৩৮ জন ফেল; পাসের হার মাত্র ৯.৮০% কুমিল্লা বোর্ডের ৯ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ কুমিল্লায় খেলতে বের হয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু টানা ১৪ বছর কুমিল্লা বোর্ডসেরা সোনার বাংলা কলেজ; শতভাগ পাস, ১৪৮ জন জিপিএ-৫ জিপিএ-৫ পেল কুমিল্লা সোনার বাংলা কলেজের পায়েল ইসলাম; ডাক্তার হওয়ার স্বপ্ন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হলে রেমিট্যান্স পাঠানো বন্ধের হুমকি প্রবাসীদের

শুক্রবার শুরু হচ্ছে ১৫-তম মিডিয়া চ্যাম্পিয়ন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩

  • তারিখ : ১২:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • 26

স্টাফ রিপোর্টার।।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে শুরু হচ্ছে ১৫-তম মিডিয়া চ্যাম্পিয়ন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩। এই টুর্ণামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে ।

প্রথম দিনে মুখোমুখি হচ্ছে ইয়ুথ মিডিয়া টিম ও মিক্সড মিডিয়া টিম। পরদিন ৪ নভেম্বর মুখোমুখি হবে স্থানীয় মিডিয়া টিম বনাম জাতীয় মিডিয়া টিম।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন,কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে এ মিডিয়া টুর্ণামেন্ট।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন ফারুক । কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমানসহ কুমিল্লার কর্মরত প্রবীণ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কুমিল্লা ইয়ুথ মিডিয়া টিম:
উপদেষ্টা: রফিকুল ইসলাম ( দৈনিক বাংলার আলোড়ন)

ম্যানেজার: জসিম উদ্দিন কনক ( দৈনিক কুমিল্লার আলো)ও কোচ: আব্দুল জলিল(দৈনিক যায় যায় দিন)

মূল স্কোয়াড: দলে অধিনায়ক হিসেবে রয়েছেন তানভীর খন্দকার দীপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি)। এছাড়া আরো আছেন সৈয়দ রাজীব(ডেইলি সিটিজেন টাইমস), কাজী খোরশেদ আলম ( দৈনিক নয়া দিগন্ত), বিপ্লব চক্রবর্তী (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), ফেরদৌস মাহমুদ মিঠু (দৈনিক কুমিল্লার কাগজ/দেশের কন্ঠ), মো: আলাউদ্দিন (দৈনিক পূর্বাশা), জুয়েল রানা মজুমদার (দৈনিক একুশে সংবাদ), রুবেল মজুমদার (রাইজিং বিডি/আমাদের কুমিল্লা), সালাহউদ্দিন সোহেল (দৈনিক পূর্বাশা), আব্দুল্লাহ আল মারুফ (বাংলা ট্রিবিউন/আমোদ), মহিউদ্দিন ভূইয়া (দৈনিক সংবাদ প্রতিদিন), জহিরুল হক রাসেল ( দ্য ডেইলি এশিয়ান এইজ), জিহাদুল ইসলাম সাকিব (ভিডিও ক্যামেরাপার্সন- এসএ টিভি), গাজী কুদ্দুসুর রহমান (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), তৌহিদ খন্দকার তপু (ভিডিও ক্যামেরাপার্সন- দেশ টিভি), গাজী রুবেল (দৈনিক প্রতিদিনের কাগজ), মো: মাইন উদ্দিন (দৈনিক জবাবদিহী), রুবেল আহমেদ (ভিডিও ক্যামেরাপার্সন- চ্যানেল বাংলাদেশ)ও রাফি ( ক্যামেরাপার্সন)

মিক্সড মিডিয়া টিম:
এ টিমে ম্যানেজার হিসেবে রয়েছেন মীর শাহলম (দৈনিক জনকন্ঠ)। কোচ হিসেবে রয়েছেন
সহিদ উল্লাহ (দৈনিক পূর্বাশা)ও সহকারি কোচ এম ফিরোজ (ভোরের কাগজ)।

মূল স্কোয়াড: দলটিতে অধিনায়ক হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন (ভোরের কাগজ), মো: রবিউল বাশার খান (দৈনিক আজকের দর্পণ), আবরার আল দাইয়ান ( আজকের কুমিল্লা), মো: সাইদুর রহমান ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি/বর্তমান প্রতিদিন), সোহান (চ্যানেল বাংলাদেশ), আবুল কালাম আজাদ ( দৈনিক রুপসী বাংলা), নাজমুল ইসলাম (ক্যামেরাপার্সন -জাগরনী টিভি), রাজিব সাহা (চ্যানেল এস টিভি), মো: হাবিবুর রহমান মুন্না (স্বদেশ জার্নাল), সৈয়দ সহিদুল ইসলাম সাকিব (আনন্দ টিভি/বিবেক), মজিবুর রহমান রনি (ভিডিও ক্যামেরাপার্সন-৭১ টিভি), ফজলুল হক জয় (ডেইলি নবচেতনা), মো: মহিউদ্দিন আকাশ – (দৈনিক গণমুক্তি/আকাশটিভি টোয়েন্টি ফোর ডট কম), মো: ইয়াছিন মিয়া (মেঘনা টিভি), সাইফুল ইসলাম (দৈনিক তরুণ কন্ঠ), মো: সাফি (দৈনিক বাংলাদেশ সমাচার), রায়হান ( মেঘনা টিভি), সুমন চিশতী (অননিউজ টোয়েন্টি ফোর) ও মো: হাসান ( দৈনিক আমাদের কুমিল্লা)।

error: Content is protected !!

শুক্রবার শুরু হচ্ছে ১৫-তম মিডিয়া চ্যাম্পিয়ন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩

তারিখ : ১২:১৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

স্টাফ রিপোর্টার।।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে শুরু হচ্ছে ১৫-তম মিডিয়া চ্যাম্পিয়ন্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩। এই টুর্ণামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে ।

প্রথম দিনে মুখোমুখি হচ্ছে ইয়ুথ মিডিয়া টিম ও মিক্সড মিডিয়া টিম। পরদিন ৪ নভেম্বর মুখোমুখি হবে স্থানীয় মিডিয়া টিম বনাম জাতীয় মিডিয়া টিম।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন,কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে এ মিডিয়া টুর্ণামেন্ট।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন ফারুক । কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমানসহ কুমিল্লার কর্মরত প্রবীণ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কুমিল্লা ইয়ুথ মিডিয়া টিম:
উপদেষ্টা: রফিকুল ইসলাম ( দৈনিক বাংলার আলোড়ন)

ম্যানেজার: জসিম উদ্দিন কনক ( দৈনিক কুমিল্লার আলো)ও কোচ: আব্দুল জলিল(দৈনিক যায় যায় দিন)

মূল স্কোয়াড: দলে অধিনায়ক হিসেবে রয়েছেন তানভীর খন্দকার দীপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি)। এছাড়া আরো আছেন সৈয়দ রাজীব(ডেইলি সিটিজেন টাইমস), কাজী খোরশেদ আলম ( দৈনিক নয়া দিগন্ত), বিপ্লব চক্রবর্তী (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), ফেরদৌস মাহমুদ মিঠু (দৈনিক কুমিল্লার কাগজ/দেশের কন্ঠ), মো: আলাউদ্দিন (দৈনিক পূর্বাশা), জুয়েল রানা মজুমদার (দৈনিক একুশে সংবাদ), রুবেল মজুমদার (রাইজিং বিডি/আমাদের কুমিল্লা), সালাহউদ্দিন সোহেল (দৈনিক পূর্বাশা), আব্দুল্লাহ আল মারুফ (বাংলা ট্রিবিউন/আমোদ), মহিউদ্দিন ভূইয়া (দৈনিক সংবাদ প্রতিদিন), জহিরুল হক রাসেল ( দ্য ডেইলি এশিয়ান এইজ), জিহাদুল ইসলাম সাকিব (ভিডিও ক্যামেরাপার্সন- এসএ টিভি), গাজী কুদ্দুসুর রহমান (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), তৌহিদ খন্দকার তপু (ভিডিও ক্যামেরাপার্সন- দেশ টিভি), গাজী রুবেল (দৈনিক প্রতিদিনের কাগজ), মো: মাইন উদ্দিন (দৈনিক জবাবদিহী), রুবেল আহমেদ (ভিডিও ক্যামেরাপার্সন- চ্যানেল বাংলাদেশ)ও রাফি ( ক্যামেরাপার্সন)

মিক্সড মিডিয়া টিম:
এ টিমে ম্যানেজার হিসেবে রয়েছেন মীর শাহলম (দৈনিক জনকন্ঠ)। কোচ হিসেবে রয়েছেন
সহিদ উল্লাহ (দৈনিক পূর্বাশা)ও সহকারি কোচ এম ফিরোজ (ভোরের কাগজ)।

মূল স্কোয়াড: দলটিতে অধিনায়ক হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন (ভোরের কাগজ), মো: রবিউল বাশার খান (দৈনিক আজকের দর্পণ), আবরার আল দাইয়ান ( আজকের কুমিল্লা), মো: সাইদুর রহমান ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি/বর্তমান প্রতিদিন), সোহান (চ্যানেল বাংলাদেশ), আবুল কালাম আজাদ ( দৈনিক রুপসী বাংলা), নাজমুল ইসলাম (ক্যামেরাপার্সন -জাগরনী টিভি), রাজিব সাহা (চ্যানেল এস টিভি), মো: হাবিবুর রহমান মুন্না (স্বদেশ জার্নাল), সৈয়দ সহিদুল ইসলাম সাকিব (আনন্দ টিভি/বিবেক), মজিবুর রহমান রনি (ভিডিও ক্যামেরাপার্সন-৭১ টিভি), ফজলুল হক জয় (ডেইলি নবচেতনা), মো: মহিউদ্দিন আকাশ – (দৈনিক গণমুক্তি/আকাশটিভি টোয়েন্টি ফোর ডট কম), মো: ইয়াছিন মিয়া (মেঘনা টিভি), সাইফুল ইসলাম (দৈনিক তরুণ কন্ঠ), মো: সাফি (দৈনিক বাংলাদেশ সমাচার), রায়হান ( মেঘনা টিভি), সুমন চিশতী (অননিউজ টোয়েন্টি ফোর) ও মো: হাসান ( দৈনিক আমাদের কুমিল্লা)।