শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

মো.বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আওয়ামীলীগের কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান।

এসময় সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম, সদর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল খালেক ও ফারুক আহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এডভোকেট আব্দুল আলীম খান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য কাজী ফোরকান আহম্মেদ সবুজ, আবু তাহের আবরণী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্রী উজ্জল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক এনামুল হক সুমন, শশীদল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু ছাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, যুবলীগ নেতা জামাল হোসেন রেজভী, কৃষকলীগ নেতা শামীম হোসেন মাষ্টার, মো. আবু হানিফ, নাছির উদ্দিন বি.এস.সি, ছাত্রলীগ নেতা আবু কাউছার দীপুসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোবারক হোসাইন। অনুষ্ঠান শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page