মোঃ জামাল হোসেন।।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কারের সমর্থনে টামটা উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি তার বক্তব্যে বলেন আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই, আমরা সকলে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার কর্মী।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদ ঊল্লাহ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিরণ মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রূপণ কাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আলী, সদস্য সচিব এহেতেশামুল গনী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আলম শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আজগর মিয়াজী পৌর বিএনপি নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলামসহ পৌরসভা ও ওয়ার্ড বিএনপির, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি/ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page