কুবি সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি সাংবাদিকদের

নিউজ ডেস্ক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক ইকবাল মনোয়ারের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্পাস সাংবাদিকরা।

শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্পাস সাংবাদিকবৃন্দের ব্যানারে এই মানবন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক সাইদ খান বলেন, ইকবালের বিরুদ্ধে অন্যায় হয়েছে। অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। অনথ্যায় আমরা আরও শক্ত কর্মসূচী নিয়ে রাজপথে নামবো।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ জসিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সাবেক সভাপতি শফিউল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রবিউল আলম।

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসীম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. রবিউল আলম, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাবেক সহ সভাপতি কেফায়েত শাকিল, সভাপতি মাহমুদুল হাসান ও নাজমুস সাকিব, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহ সভাপতি আহমেদ ফেরদাউস খান, বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি মো. মেহেদী হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page