কুমিল্লায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নিউজ ডেস্ক।।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের কাশিনগর বাজারে উভয় পক্ষের গণসংযোগকালে সংঘর্ষে দুইজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান গণসংযোগ করতে কাশিনগর বাজারে গেলে বর্তমান সাংসদ মুজিবুল হক মুজিবের অনুসারী ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন নেতৃত্বে ককটেল বিষ্ফোরণ করে ধাওয়া দেয়া হয়। পরে উভয়পক্ষ সংঘাতে জড়িয়ে পড়লে মিজানুরের ২ অনুসারী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাশিনগর বাজারের প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে কিছু দুরে বসে ছিলাম। ওই সময় মিজান ভাই মিছিল নিয়ে আসলে অন্য পার্টি তাদের ওপর ইট-পাটকেল ছোড়া শুরু করে। এর মধ্যে ককটেল বিষ্ফোরণ শুনতে পাই।’

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, ‘প্রতীক বরাদ্দ পাওয়ার পর কাশিনগর বাজারে গণসংযোগ করে গেলে আমাদের ওপর হামলা চালায় মুজিবুল হকের অনুসারী ইউপি চেয়ারম্যান মোশাররফ। নির্বাচন কমিশনের কাছে আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ করব।’

ঘটনার বিষয়ে মন্তব্য জানতে সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের মোবাইল ফোনে কল দেয়া হয়। তবে সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে দেন তিনি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page