০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিল চার হাজারের বেশি মানুষ দাউদকান্দিতে ধনাগোদা নদীতে ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মশাল মিছিল কুমিল্লায় আধিপত্য বিস্তারের জেরে যুবককে কুপিয়ে হত্যা অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল–জরিমানা, আসছে নতুন অধ্যাদেশ কুমিল্লায় কন্যার মুখে কুরআন শুনে অনুপ্রাণিত, স্বপরিবারে ইসলাম গ্রহণ শ্যামল-সোনালীর কুমিল্লায় উল্টো পথে আসা অটোর সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, চালক নিহত কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

কুমিল্লায় আধিপত্য বিস্তারের জেরে যুবককে কুপিয়ে হত্যা

  • তারিখ : ০১:১৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 1621

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় কুপিয়ে মহরম হোসেন নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে কাটাবিল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মহরম নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। বর্তমানে শ্বশুরবাড়ি কাটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত মহরমের বিরুদ্ধে ১৮ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরমকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। তবে কারা তার উপরে আঘাত করেছে সেটি জানা যায়নি।

নিহত মহরমের ভগ্নিপত শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে মোটরসাইকেল করে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় অপু ও মহরম। কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এ সময় মোটরসাইকেলের থেকে অপুকে ধরে টেনে-হিঁচড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহরমের স্ত্রী শারমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ১৫ দিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারা কেন আমার স্বামীকে হত্যা করল- আমি জানি না। আমার এক ছেলে ও এক মেয়ে আছে। আমি এখন অন্তঃসত্ত্বা। আমি এখন সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াব। তারা আমার সন্তানদের এতিম করল কেন! যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকান্ড চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

error: Content is protected !!

কুমিল্লায় আধিপত্য বিস্তারের জেরে যুবককে কুপিয়ে হত্যা

তারিখ : ০১:১৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় কুপিয়ে মহরম হোসেন নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে কাটাবিল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মহরম নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। বর্তমানে শ্বশুরবাড়ি কাটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত মহরমের বিরুদ্ধে ১৮ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরমকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। তবে কারা তার উপরে আঘাত করেছে সেটি জানা যায়নি।

নিহত মহরমের ভগ্নিপত শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে মোটরসাইকেল করে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় অপু ও মহরম। কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এ সময় মোটরসাইকেলের থেকে অপুকে ধরে টেনে-হিঁচড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহরমের স্ত্রী শারমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ১৫ দিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারা কেন আমার স্বামীকে হত্যা করল- আমি জানি না। আমার এক ছেলে ও এক মেয়ে আছে। আমি এখন অন্তঃসত্ত্বা। আমি এখন সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াব। তারা আমার সন্তানদের এতিম করল কেন! যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকান্ড চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।