কুমিল্লায় আ’লীগ নেতা, কিশোর গ্যাং ও চোর ছিনতাই চক্রের ১৪ জন গ্রেফতার

নেকবর হোসেন।।
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা, কিশোর গ্যাং ও চোর ছিনতাই চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার (১০ মে) রাতভর ও রবিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, কুমিল্লা নগরীতে চোর ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধির প্রেক্ষাপটে কুমিল্লার পুলিশ সুপার মো: নাজির আহমেদ খানের নির্দেশ কোতোয়ালি মডেল থানা পুলিশ শনিবার রাতভর ও রবিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৫ আগস্ট মামলার তিনজন আওয়ামী লীগ নেতাকর্মী, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও দুই ছিনতাইকারী সহ বিভিন্ন মামলায় মোট ১৪ জন আসামি রয়েছে। আজ রবিবার তাদেরকে আদালতে চালান দেওয়া হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page