কুমিল্লায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার।।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ই জুলাই) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর ময়নামতি অডিটোরিয়াম এসব অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সারাদেশের এলপিজি ব্যবসায়ীদের অংশগ্রহণ এবারের কেন্দ্রীয় সাধারণ সভাটি কুমিল্লায় অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এলপিজি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি মো. সেলিম খান বলেন, এলপিজি ব্যবসায়িরা আজ অসহায়। গাড়িতে রডের রেলিং লাগালে পুলিশ মামলা দেয়। আর রেলিং ছাড়া গাড়িতে গ্যাস কোম্পানি গুলো গ্যাসের বোতল দেয় না। যার কারণে আমরা রাস্তায় নামলেই পথে পথে মামলার খরচ দিতে হচ্ছে।

এসময় তিনি বলেন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাত হলো গ্যাস। এখানে কোন মানুষ চাইলে নিজের ইচ্ছেমতো কিছু করতে পারে না। কিন্তু এখন বাংলাদেশে ইচ্ছেমতো অনেক কিছু হয়। এলপিজি গ্যাস চোরাইভাবে বিক্রি হয়। যার কারণে ডিলাররা সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের এসব সমস্যার সমাধান করুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক স. ম. জামাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনি মুক্তা পাল, কোষাধ্যক্ষ আবু তাহের কোরেশি, কুমিল্লা সভাপতি আমানত উল্লাহ সরকার প্রমুখ।

দিনব্যাপী চলা অনুষ্ঠান রাতে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page