১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মা-মেয়ের লাশ উদ্ধার, ছেলে ও তাঁর স্ত্রী আটক হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক প্রকাশ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা কুমিল্লায় ঘুষ–তদবির ছাড়াই নিয়োগ পেলেন ৪৭ কনস্টেবল কুমিল্লায় কারাগারে সাক্ষাতে গিয়ে গাঁজাসহ ধরা, এক মাসের জেল, ২০ টাকা জরিমানা কুমিল্লায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিল চার হাজারের বেশি মানুষ দাউদকান্দিতে ধনাগোদা নদীতে ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল

কুমিল্লায় কারাগারে সাক্ষাতে গিয়ে গাঁজাসহ ধরা, এক মাসের জেল, ২০ টাকা জরিমানা

  • তারিখ : ০৭:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 402

নেকবর হোসেন।।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দুই ভাইকে দেখতে এসে গাঁজাসহ ধরা পড়েছেন এক দর্শনার্থী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে কারাগারের মূল ফটকে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সফিক (৬০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের বাসিন্দা এবং মো. ছাদেকের ছেলে। জানা গেছে, তিনি তার দুই ভাই বন্দি ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আসেন।

কারা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কারাগারের মূল ফটকে চেকপোস্টে দায়িত্বে থাকা কারারক্ষী মো. আব্দুল হান্নান সফিককে তল্লাশি চালান। এ সময় তার শার্টের পকেট থেকে একটি বিড়ি গাঁজা এবং পরবর্তীতে শরীর তল্লাশি করে আরও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা সেবনের কথা স্বীকার করেন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, “কারাগার প্রাঙ্গণে কোনো প্রকার মাদক বা অবৈধ দ্রব্য প্রবেশে আমাদের কঠোর নজরদারি রয়েছে। নিয়মিত তল্লাশির কারণেই আজকের এ ঘটনা ধরা পড়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”

ঘটনার পর কারাগার এলাকায় শৃঙ্খলা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় খবর
error: Content is protected !!

কুমিল্লায় কারাগারে সাক্ষাতে গিয়ে গাঁজাসহ ধরা, এক মাসের জেল, ২০ টাকা জরিমানা

তারিখ : ০৭:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দুই ভাইকে দেখতে এসে গাঁজাসহ ধরা পড়েছেন এক দর্শনার্থী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে কারাগারের মূল ফটকে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সফিক (৬০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের বাসিন্দা এবং মো. ছাদেকের ছেলে। জানা গেছে, তিনি তার দুই ভাই বন্দি ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আসেন।

কারা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কারাগারের মূল ফটকে চেকপোস্টে দায়িত্বে থাকা কারারক্ষী মো. আব্দুল হান্নান সফিককে তল্লাশি চালান। এ সময় তার শার্টের পকেট থেকে একটি বিড়ি গাঁজা এবং পরবর্তীতে শরীর তল্লাশি করে আরও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা সেবনের কথা স্বীকার করেন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, “কারাগার প্রাঙ্গণে কোনো প্রকার মাদক বা অবৈধ দ্রব্য প্রবেশে আমাদের কঠোর নজরদারি রয়েছে। নিয়মিত তল্লাশির কারণেই আজকের এ ঘটনা ধরা পড়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”

ঘটনার পর কারাগার এলাকায় শৃঙ্খলা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।