আলমগীর কবির।।
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন অতিথিগণ।
পরে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌহিদুল ইসলাম।
মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা বিশ্বদ্যিালয়ের গনিত বিভাগের অধ্যাপক ও কুমিল্লা ইনিভার্সিটি সায়েন্স ক্লাবের মডারেটর ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, জিলা স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক ও নওরোজ কোরেশী দিপ্ত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সৈয়দ ইয়াশফি রহমান ও গীতা পাঠ করেন রাজ কর্মকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জিলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ মিজানর রহমান।
আরো দেখুন:You cannot copy content of this page