০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ড্যাব নেতৃবৃন্দের সভা বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কুমিল্লায় জেল থেকে ছাড়া পেয়েই সন্ত্রাসী কর্মকান্ড; সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক

  • তারিখ : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • 23

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।

সোমবার রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ সংলগ্ন গোবিন্দপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাজ্জাদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে।

রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানান, কিছুদিন পূর্বে কারাগার থেকে জামিনে মুক্তি পায়ে সাজ্জাদ। কারাগার থেকে বেরিয়েই আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নগরীর গেবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে চারটি রামদা, দুটি ছুরি, গ্রিল কাটার কাঁচি, পাঁচটি সিজার উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত সাজ্জাদকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টহল টিম তাকে আটক করে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। সাজ্জাদ কয়েকদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিল। সে জেল থেকে ছাড়া পেয়েই ফের অপরাধে জড়িয়ে পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। নতুন করে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

error: Content is protected !!

কুমিল্লায় জেল থেকে ছাড়া পেয়েই সন্ত্রাসী কর্মকান্ড; সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক

তারিখ : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।

সোমবার রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ সংলগ্ন গোবিন্দপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাজ্জাদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে।

রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানান, কিছুদিন পূর্বে কারাগার থেকে জামিনে মুক্তি পায়ে সাজ্জাদ। কারাগার থেকে বেরিয়েই আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নগরীর গেবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে চারটি রামদা, দুটি ছুরি, গ্রিল কাটার কাঁচি, পাঁচটি সিজার উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত সাজ্জাদকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টহল টিম তাকে আটক করে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। সাজ্জাদ কয়েকদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিল। সে জেল থেকে ছাড়া পেয়েই ফের অপরাধে জড়িয়ে পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। নতুন করে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।