জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।
সোমবার রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ সংলগ্ন গোবিন্দপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাজ্জাদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে।
রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানান, কিছুদিন পূর্বে কারাগার থেকে জামিনে মুক্তি পায়ে সাজ্জাদ। কারাগার থেকে বেরিয়েই আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নগরীর গেবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে চারটি রামদা, দুটি ছুরি, গ্রিল কাটার কাঁচি, পাঁচটি সিজার উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত সাজ্জাদকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টহল টিম তাকে আটক করে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। সাজ্জাদ কয়েকদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিল। সে জেল থেকে ছাড়া পেয়েই ফের অপরাধে জড়িয়ে পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। নতুন করে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।