গাজী রুবেল, কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী গ্রামের আলী আহমেদ বাড়িতে পানিতে ডুবেইসাথে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন।
সোমবার (২৭ নভেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়ির পশ্চিম পাশে পুকুরে ডুবে যায়।
স্থানীয় এক বাসিন্দা খলিল উদ্দিন প্রতিদিধিকে জানান, উপজেলা বাড়ানী গ্রামের সামছুল হকের আড়ায়ে বছর বয়সী ছিমতিয়া আক্তার, একই বাড়ির হাসানের দুই বছর বয়সী হাসিবা আক্তার।
প্রথমে ছিমতিয়ারকে দেখতে না পেয়ে খুজতে থাকে এবং পুকুরের আশপাশ খুঁজতে গিয়ে দেখতে পায় ছিমতিয়া ও হাসিবা পানিতে বেসে আছে।
তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া একটি প্রাইভেট হসপিটালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মরদেহ নিয়ে বাড়িতে চলছে পরিবারের আহাজারি এলাকায় শোকের মাতম।