০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও স্কাফসহ ৩ জন গ্রেফতার কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন কুমিল্লায় প্রেমিককে ৪ টুকরো করে হত্যা; দুই দিন পর মিলাদ ও খিচুড়ি বিতরণ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত

কুমিল্লায় বাসচাপায় নিহত ২, আহত ৪

  • তারিখ : ১১:২০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • 1

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৪ গুরুতর আহত হয়েছেন। তাঁদের অবস্থা সংকটাপন্ন। শনিবার ২৫ মার্চ রাত ৮টার দিকে কুমিল্লা-চট্টগ্রাম ট্রাংক রোডে সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফাতেমা আক্তার (৩০) ও আমান মিয়া (৪০)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও জরুরি বিভাগের দায়িত্বরত রঞ্জিত দাস রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর দুজনের মরদেহ এবং আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জনান, ‘শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে চৌদ্দগ্রামমুখী যাত্রীবাহী মদিনা পরিবহন একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়। সিএনজিটা দুমড়ে মুচড়ে গেছে।

কুমিল্লায় বাসচাপায় নিহত ২, আহত ৪

তারিখ : ১১:২০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৪ গুরুতর আহত হয়েছেন। তাঁদের অবস্থা সংকটাপন্ন। শনিবার ২৫ মার্চ রাত ৮টার দিকে কুমিল্লা-চট্টগ্রাম ট্রাংক রোডে সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফাতেমা আক্তার (৩০) ও আমান মিয়া (৪০)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও জরুরি বিভাগের দায়িত্বরত রঞ্জিত দাস রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর দুজনের মরদেহ এবং আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জনান, ‘শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে চৌদ্দগ্রামমুখী যাত্রীবাহী মদিনা পরিবহন একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়। সিএনজিটা দুমড়ে মুচড়ে গেছে।