মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মুড়াপাড়া এলাকা থেকে ৯৭৪ বোতল ফেন্সিডিল ও ৪৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল রবিবার (২১ মে) বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মুড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪৪ কেজি গাঁজা ও ৯৭৪ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কৃষ্ণনগর গ্রামের মোঃ সুন্দর আলী’র ছেলে মোঃ মীর হোসেন (২৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত হতে গাঁজা ও ফেন্সিডিল এনে কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার অভিনব কায়দায় লুকিয়ে রাখে।
পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।