আলমগীর কবির।।
পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক” এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় মেট্রোলজি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার।
মূল প্রবন্ধ উপস্থাপন করে বিএসটিআই কুমিল্লার প্রধান কে এম হানিফ।
অতিরিক্ত জেলা প্রশাসক পংকজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
এছাড়াও মুক্ত আলোচনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন কুমিল্লা শাখার সভাপতি শাহ মো: আলমগীর খান,এস কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী অধ্যক্ষ কবির আহমেদ, বেকারি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, জালানি তেল ব্যবসায়ী শাখাওয়াত হোসেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা শাখার সাধারন সম্পাদক কাজী মাসুদ আলমসহ আরও অনেকে।
আরো দেখুন:You cannot copy content of this page