০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার ফাঁসির মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা বিল্লাল গ্রেপ্তার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় জামায়াত কর্মীর গাড়িতে আগুন কুমিল্লায় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে : খন্দকার মোশাররফ শেখ হাসিনার ফাঁসির রায়ে “হাসনাত আবদুল্লার” এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই -ড.খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

কুমিল্লায় বেকারিতে নিষিদ্ধ রঙ ব্যবহারের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ১১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 54

আলমগীর কবির।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকার “রসনা বিলাস বেকারি”-তে নিষিদ্ধ হাইড্রোজ, অননুমোদিত খাদ্য রঙ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে বেকারিটির মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রঙের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে তাকে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।

ভোক্তা অধিদপ্তরের এক মুখপাত্র জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জনস্বার্থে পরিচালিত এই অভিযানে বেকারিকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় বেকারিতে নিষিদ্ধ রঙ ব্যবহারের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা

তারিখ : ১১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

আলমগীর কবির।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকার “রসনা বিলাস বেকারি”-তে নিষিদ্ধ হাইড্রোজ, অননুমোদিত খাদ্য রঙ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে বেকারিটির মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রঙের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে তাকে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।

ভোক্তা অধিদপ্তরের এক মুখপাত্র জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জনস্বার্থে পরিচালিত এই অভিযানে বেকারিকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে।