আলমগীর কবির।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকার “রসনা বিলাস বেকারি”-তে নিষিদ্ধ হাইড্রোজ, অননুমোদিত খাদ্য রঙ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে বেকারিটির মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রঙের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে তাকে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।
ভোক্তা অধিদপ্তরের এক মুখপাত্র জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জনস্বার্থে পরিচালিত এই অভিযানে বেকারিকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page