কুমিল্লায় মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলমগীর কবির।।
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগরীর কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ মিলনায়েতনে ধ্বনি আবৃত্তি স্কুল ও কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ বিতর্ক দলের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে “মাদক নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগই মূখ্য”এই বিষয়ের উপর রেসিডেন্সিয়াল কলেজে একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর বিতার্কিক দল পক্ষে ও বিপক্ষে বিতর্কে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হান্নান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটররের দায়িত্ব পালন করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক শরিফ আহমেদ।

এসময় বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তি জোট এর সভাপতি বিশিষ্ট বাচিক শিল্পী বদরুল হুদা জেনু, ধ্বনি আবৃত্তি স্কুল কুমিল্লার অধ্যক্ষ মাহতাব সোহেল এবং ধ্বনি আবৃত্তি চর্চাকেন্দ্র কুমিল্লার সাধারন সম্পাদক রুমানা রুমি।
উপস্থিত ছিলেন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠিত আলোচনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও এ থেকে উত্তোরনের বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।

এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে মাদক নির্মূলে শপথ গ্রহন করেন। সবশেষে শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত জ্যামিতি বক্স, স্কেল, খাতা ও কলম বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page