বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নে ইলাশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. জহিরুল ইসলামের দালানের ছাদে জহিরুল ইসলামের শালির মেয়ে চান্দিনা উপজেলাধীন কৃষ্ণপুর গ্রামের শিশু কন্যা (৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোখের নিমিষেই পুড়ে মৃত্যুবরণ করেন।
ঘটনাটি ঘটেছে বুধবার ১৭ মে দুপুর ২.৩০ মিনিট সময়ে খোশবাস উত্তর ইউনিয়নের ইলাশপুর গ্রামে।
জানা যায়, মামার বাড়ীতে বেড়াতে এসে বাড়ির ছাদে খেলতে গিয়ে ছাদের পাশে বিদুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শিশু কন্যার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।