কুমিল্লায় মা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক।।
চিত্রাঙ্কন মানুষকে নিজের ভাবনা ও অনুভূতি রঙ ও আকারের মাধ্যমে প্রকাশ করতে শেখায়, যা সৃজনশীলতা ও কল্পনাশক্তি বাড়াতে সাহায্য করে। ছবি আঁকার সময় মনোযোগ ধরে রাখা শেখায়। এটি ধৈর্যশীল হতে এবং দীর্ঘ সময় কোনো কাজে লেগে থাকার অভ্যাস গড়ে তোলে। শিল্প চর্চা শুধু প্রতিভা প্রকাশের মাধ্যম নয়, বরং এটি শিশুদের মনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কুমিল্লায় মা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

রবিবার (১১ মে) কুমিল্লা সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের উদ্যোগে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। ‘আমার মা’, ‘মায়ের ভালোবাসা’, ‘মায়ের সাথে খেলা’সহ নানা বিষয়কে কেন্দ্র করে ছোট্ট হাতে তুলির আঁচড়ে ফুটে ওঠে নানা রঙের অনুভব।

এতে সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মেরি ইউবা।

বিশেষ অতিথি ছিলেন, আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সাবেক শিক্ষক মো. আলাউদ্দিন মিয়া, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। আয়োজনটি অভিভাবক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page