০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যাকাণ্ডে মৌন মিছিল কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • তারিখ : ১২:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 75

নেকবর হোসেন।।
সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা শহরের দুটি পৃথক এলাকা থেকে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে পরিচালিত এই অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, বিদেশি ছুরি, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ২৩ বীর ইউনিট ও র‍্যাব-১১-এর সমন্বয়ে মুরাদপুর ও নূরপুর এলাকায় পৃথকভাবে এই অভিযান পরিচালিত হয়। মুরাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. আবু হায়দার (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি এলজি গান, একটি বিদেশি চাকু, একটি ছেনি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন ফোন এবং একটি পাসপোর্ট।

অন্যদিকে, নূরপুর পূর্বপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মজিবর রহমান (৩৮) নামের অপর এক অস্ত্র ব্যবসায়ীকে, যিনি ‘পেনু মির্জা’ নামে অপরাধ জগতে পরিচিত। তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি গান, একটি এলজির কার্তুজ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

যৌথ বাহিনী জানায়, অভিযানে অল্প পরিমাণ অস্ত্র উদ্ধার হলেও গোয়েন্দা তথ্য ও মোবাইল ফরেনসিক বিশ্লেষণে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রাথমিক অডিও বিশ্লেষণে জানা গেছে, পেনু মির্জা ৭.৬৫ পিস্তল এক লক্ষ টাকায় বিক্রি করতেন। এছাড়া, আবু হায়দার স্থানীয় একটি রাজনৈতিক দলের দুর্বৃত্তচক্রের কাছে অস্ত্র সরবরাহ করতেন বলেও তথ্য মিলেছে।

এ পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চারটি আগ্নেয়াস্ত্র বহনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও তাদের মাধ্যমে আরও দুটি পিস্তলের লেনদেন হয়েছে বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থা। তদন্তে ছদ্মনাম ব্যবহারের প্রবণতাও ধরা পড়েছে। মজিবর রহমান ‘পেনু মির্জা’ ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের ও জব্দকৃত সরঞ্জাম র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

error: Content is protected !!

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

তারিখ : ১২:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

নেকবর হোসেন।।
সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা শহরের দুটি পৃথক এলাকা থেকে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে পরিচালিত এই অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, বিদেশি ছুরি, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ২৩ বীর ইউনিট ও র‍্যাব-১১-এর সমন্বয়ে মুরাদপুর ও নূরপুর এলাকায় পৃথকভাবে এই অভিযান পরিচালিত হয়। মুরাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. আবু হায়দার (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি এলজি গান, একটি বিদেশি চাকু, একটি ছেনি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন ফোন এবং একটি পাসপোর্ট।

অন্যদিকে, নূরপুর পূর্বপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মজিবর রহমান (৩৮) নামের অপর এক অস্ত্র ব্যবসায়ীকে, যিনি ‘পেনু মির্জা’ নামে অপরাধ জগতে পরিচিত। তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি গান, একটি এলজির কার্তুজ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

যৌথ বাহিনী জানায়, অভিযানে অল্প পরিমাণ অস্ত্র উদ্ধার হলেও গোয়েন্দা তথ্য ও মোবাইল ফরেনসিক বিশ্লেষণে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রাথমিক অডিও বিশ্লেষণে জানা গেছে, পেনু মির্জা ৭.৬৫ পিস্তল এক লক্ষ টাকায় বিক্রি করতেন। এছাড়া, আবু হায়দার স্থানীয় একটি রাজনৈতিক দলের দুর্বৃত্তচক্রের কাছে অস্ত্র সরবরাহ করতেন বলেও তথ্য মিলেছে।

এ পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চারটি আগ্নেয়াস্ত্র বহনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও তাদের মাধ্যমে আরও দুটি পিস্তলের লেনদেন হয়েছে বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থা। তদন্তে ছদ্মনাম ব্যবহারের প্রবণতাও ধরা পড়েছে। মজিবর রহমান ‘পেনু মির্জা’ ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের ও জব্দকৃত সরঞ্জাম র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।