কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ১৫তম অভিষেক

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ১৫তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৪ জন প্রতিবন্ধী শিশুকে কৃত্রিম অঙ্গ (যন্ত্রাংশ) উপহার দেওয়া হয়, যা ছিল পুরো আয়োজনের একটি মানবিক দৃষ্টান্ত।

শুক্রবার রাতে কুমিল্লা ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. তসলিম উদ্দীন।

বিদায়ী সভাপতি মফিজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং অনুষ্ঠান চেয়ারম্যান শাহ জাবেদুল হক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর রোটারিয়ান দিলনাশি মোহসেন, জিএসআর রোটারিয়ান আব্দুর রহমান, ক্লাব অর্গানাইজার রোটারিয়ান আবু আজমল পাঠান, রোটারী ক্লাব অব কুমিল্লার প্রাক্তন সভাপতি রোটারিয়ান ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, চার্টার সভাপতি রোটারিয়ান ফারুক আহমেদ, চার্টার সেক্রেটারি রোটারিয়ান আব্দুল্লাহিল বাকী, অভিষিক্ত সভাপতি রোটারিয়ান ডা. সোহাগ চক্রবর্তী এবং নবনির্বাচিত সেক্রেটারি রোটারিয়ান সোহাগ মিয়া।

অনুষ্ঠানে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ম্যাগাজিন ‘অদ্বৈতা’-এর মোড়ক উন্মোচন করা হয়। আয়োজনে রোটারী ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও তাদের পরিবার ও অন্যান্য ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page