০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছেলে রুটি খুব পছন্দ করতো, ছেলে নেই; এক বছর বাসায় রুটি বানাইনি -শহীদ হামিদুরের মা কুমিল্লা থেকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে নিয়ে হত্যা: তিন জন গ্রেপ্তার বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ছয় মাসেও দেশে ফিরল না কুমিল্লার প্রবাসী আকাশের মরদেহ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লা প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা শাহরাস্তিতে ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা বাইউস্টে “রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” আয়োজিত

কুমিল্লায় সড়কে শৃঙ্খলারত শিক্ষার্থীদের ওপর হামলা, গণপিটুনিতে যুবক নিহত

  • তারিখ : ১০:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 3

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলার সময় গণপিটুনিতে মাহবুব আলম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম তিতাস উপজেলার লালপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় বুধবারও দাউদকান্দির গৌরিপুর বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিল অর্ধশতাধিক শিক্ষার্থী।

এদিন দুপুর আড়াইটার দিকে মাহবুব আলম নামের এক যুবক ধারালো অস্ত্র হাতে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

এ সময় শিক্ষার্থী শামীম, কারীম, আবদুল্লাহ, সাইফ, নেওয়াজ শরীফ ও সিমু ইসলামসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হামলাকারী যুবক মাহবুবকে সিএনজিসহ গৌরীপুর পশ্চিম বাজারে আটক করে স্থানীয় জনতা। এসময় গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে গ্রামের বাড়িতে জানাজা দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে জানতে দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হককে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুমিল্লায় সড়কে শৃঙ্খলারত শিক্ষার্থীদের ওপর হামলা, গণপিটুনিতে যুবক নিহত

তারিখ : ১০:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলার সময় গণপিটুনিতে মাহবুব আলম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম তিতাস উপজেলার লালপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় বুধবারও দাউদকান্দির গৌরিপুর বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিল অর্ধশতাধিক শিক্ষার্থী।

এদিন দুপুর আড়াইটার দিকে মাহবুব আলম নামের এক যুবক ধারালো অস্ত্র হাতে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

এ সময় শিক্ষার্থী শামীম, কারীম, আবদুল্লাহ, সাইফ, নেওয়াজ শরীফ ও সিমু ইসলামসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হামলাকারী যুবক মাহবুবকে সিএনজিসহ গৌরীপুর পশ্চিম বাজারে আটক করে স্থানীয় জনতা। এসময় গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে গ্রামের বাড়িতে জানাজা দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে জানতে দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হককে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।