১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
একসাথে চার কবর: ইউটার্নে নিভে গেলো কুমিল্লার এক আলোকিত পরিবার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন দুই ছেলে, পথে ৪ জনই নিহত কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৫ বছরের প্রবাসের অর্জন লুট কুমিল্লায় অচেতন করে তরুণীকে ধর্ষণ, সমন্বয়কের বিরুদ্ধে মামলা বাসে শ্লীলতাহানি-ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী, দুই অভিযুক্তের কারাদণ্ড কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে প্রাইভেটকার, একই পরিবারের ৪ জন নিহত হোমনায় নার্সের অবহেলায় প্রসূতির মৃত্যু, তদন্তের দাবি কুমিল্লার তরুণ প্রজন্মের ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কীটনাশক দোকানে জরিমানা কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৪

কুমিল্লায় হিন্দু বাড়ীতে বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক অসুস্থ

  • তারিখ : ০৩:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • 9

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে বিয়ের বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলা সদরের লিটন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১ মার্চ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব।

অসুস্থদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় হিন্দু বাড়ির লিটন চন্দ্র দাসের ছোট ভাই রিপন চন্দ্র দাসের বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন হিন্দু-মুসলমানসহ পাঁচশতাধিক লোক। তাদের মধ্যে দুপুরে খাবার খেয়ে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল থেকে তারা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

খাবার খেয়ে অসুস্থ আব্দুল জলিলসহ কয়েকজন বলেন, দুপুরে বুড়িচং সদরে বিয়েবাড়িতে বউভাত অনুষ্ঠানের খাবার খান তারা। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা করলে তারা হাসপাতালে গিয়ে ভর্তি হন।

বিয়েবাড়ির তিতাস সরকার বলেন, বউভাত অনুষ্ঠানের খাবার অনেক স্বাদ হয়েছে, অতিরিক্ত খাসির মাংস খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব বলেন, খাবারে বিষক্রিয়া ছিল কি না তদন্ত করার জন্য একটি টিম পাঠানো হয়েছে। এই পর্যন্ত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু অসুস্থ লোক অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোগীদের ভাষ্য মতে বউভাত অনুষ্ঠানের খাবার খওয়ার পর অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া হয়েছে। কিছু লোক হাসপাতালে ভর্তি আছে। আর অন্যরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

কুমিল্লায় হিন্দু বাড়ীতে বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক অসুস্থ

তারিখ : ০৩:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে বিয়ের বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলা সদরের লিটন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১ মার্চ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব।

অসুস্থদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় হিন্দু বাড়ির লিটন চন্দ্র দাসের ছোট ভাই রিপন চন্দ্র দাসের বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন হিন্দু-মুসলমানসহ পাঁচশতাধিক লোক। তাদের মধ্যে দুপুরে খাবার খেয়ে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল থেকে তারা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

খাবার খেয়ে অসুস্থ আব্দুল জলিলসহ কয়েকজন বলেন, দুপুরে বুড়িচং সদরে বিয়েবাড়িতে বউভাত অনুষ্ঠানের খাবার খান তারা। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা করলে তারা হাসপাতালে গিয়ে ভর্তি হন।

বিয়েবাড়ির তিতাস সরকার বলেন, বউভাত অনুষ্ঠানের খাবার অনেক স্বাদ হয়েছে, অতিরিক্ত খাসির মাংস খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব বলেন, খাবারে বিষক্রিয়া ছিল কি না তদন্ত করার জন্য একটি টিম পাঠানো হয়েছে। এই পর্যন্ত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু অসুস্থ লোক অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোগীদের ভাষ্য মতে বউভাত অনুষ্ঠানের খাবার খওয়ার পর অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া হয়েছে। কিছু লোক হাসপাতালে ভর্তি আছে। আর অন্যরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।