স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে ৯ টাকার একটি ইনজেকশন ৮০ টাকায় বিক্রির অভিযোগে সাহা মেডিকেল হল নামের একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
তিনি জানান, “ওএসএল ফার্মা নামের কোম্পানির ‘ডেক্সট্রেজ ২৫% ইনজেকশন’-এর এমআরপি ৯ টাকা হলেও সাহা মেডিকেল হল সেটি ৮০ টাকা দরে বিক্রি করছিল। একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।”
অভিযানে গিয়ে শুধু অতিরিক্ত দামে বিক্রি নয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, ওষুধ সংরক্ষণের শৃঙ্খলার অভাবসহ একাধিক অনিয়মও পাওয়া যায়। প্রতিষ্ঠানটি ওষুধ বিক্রির কোনো বৈধ ক্রয়রশিদ দেখাতে পারেনি বলেও জানান তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক কাউছার মিয়া বলেন, “জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তার অধিকার লঙ্ঘনের কোনো ঘটনাই ছাড় দেওয়া হবে না।”
আরো দেখুন:You cannot copy content of this page