০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের চাপায় শিশু নিহত

  • তারিখ : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • 31

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় শাওন (১২) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির সাতজন। গতকাল সোমবার রাতে ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন।

নিহত শাওন ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা খিলপাড়া গ্রামের প্রবাসী মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার মহাসড়কের বাম লেন থেকে ডান লেনে প্রবেশ করছিল। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস প্রাইভেট কারকে ধাক্কা দিলে এটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু শাওনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কার ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়, গাড়ি দুটির চালকসহ আহত হন সাতজন। তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের চাপায় শিশু নিহত

তারিখ : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় শাওন (১২) নামে এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির সাতজন। গতকাল সোমবার রাতে ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন।

নিহত শাওন ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা খিলপাড়া গ্রামের প্রবাসী মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার মহাসড়কের বাম লেন থেকে ডান লেনে প্রবেশ করছিল। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস প্রাইভেট কারকে ধাক্কা দিলে এটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু শাওনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কার ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়, গাড়ি দুটির চালকসহ আহত হন সাতজন। তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।