০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামে বাঁশ কাটা নিয়ে মারামারি, নিহত ১

  • তারিখ : ০৪:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • 28

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিরোধপূর্ণ জায়গার বাঁশ কাটাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় আবুল হাশেম রিপন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল হাশেম রিপন ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিরোধকৃত জায়গার বাঁশঝাড় থেকে নুরুল ইসলাম বাঁশ কাটার সময় আবুল হাশেম রিপন বাধা প্রদান করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নুরুল ইসলাম আবুল হাশেম রিপনকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে জ্ঞান হারায়। পরে আসেপাশের লোকজন এসে রিপনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ‘দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। বৃহস্পতিবার বিকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে নুরুল ইসলাম আবুল হাশেম রিপনকে ধাক্কা দিলে সে মাটিতে লুটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আবুল হাশেম রিপন হৃদরোগী ছিলেন। কিছুদিন পূর্বে তিনি হার্টের বাইপাস সার্জারি করিয়েছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে বাঁশ কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনায় আবুল হাশেম রিপন মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।’

error: Content is protected !!

কুমিল্লার চৌদ্দগ্রামে বাঁশ কাটা নিয়ে মারামারি, নিহত ১

তারিখ : ০৪:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিরোধপূর্ণ জায়গার বাঁশ কাটাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় আবুল হাশেম রিপন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল হাশেম রিপন ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিরোধকৃত জায়গার বাঁশঝাড় থেকে নুরুল ইসলাম বাঁশ কাটার সময় আবুল হাশেম রিপন বাধা প্রদান করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নুরুল ইসলাম আবুল হাশেম রিপনকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে জ্ঞান হারায়। পরে আসেপাশের লোকজন এসে রিপনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ‘দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। বৃহস্পতিবার বিকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে নুরুল ইসলাম আবুল হাশেম রিপনকে ধাক্কা দিলে সে মাটিতে লুটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আবুল হাশেম রিপন হৃদরোগী ছিলেন। কিছুদিন পূর্বে তিনি হার্টের বাইপাস সার্জারি করিয়েছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে বাঁশ কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনায় আবুল হাশেম রিপন মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।’