কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামে মোটরসাইকেল দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় কুমিল্লা-মিরপুর সড়কের বাড়ানী উত্তরপাড়া রাস্তায় এই দূর্ঘটনা ঘটে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মোঃ শামীম আহাম্মেদ (১৬)।

সে বাড়ানী গ্রামের ব্যবসায়ী মোঃ মোছলেছুর রহমানের মেঝো ছেলে ও সাবেক ইউপি সদস্য মোঃ আবুল বাশার মেম্বারের ভাতিজা। নিহত শামীম আহাম্মেদ চান্দলা করিম বক্স হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।

নিহতের চাচা সাবেক ইউপি সদস্য মোঃ আবুল বাশার মেম্বার জানান, ঘটনার দিন দুপুরে নিহত শামীম আহাম্মেদ মোটরসাইকেল সার্ভিসিং করার পর বাড়িতে আসার পথে বাড়ানী উত্তরপাড়া রাস্তার উপর দুলাল মিয়ার বাড়ির গোসলখানার বিল্ডিংয়ে মোটরসাইকেল ধাক্কা খেয়ে মাটিতে পড়ে মারাত্নক আহত হয়।

তখন এলাকাবাসীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইদিন নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

You cannot copy content of this page