কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আবারো ৮৫০ কেজি ইলিশ জব্দ

নেকবর হোসেন।।
অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার ( ১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়।

একই দিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছ বিজিবির কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ‘বিকাল ৫টার দিকে ৩৫টি বাক্সে করে অবৈধভাবে ভারতে পাচারের জন্য এসব ইলিশ নিয়ে যাচ্ছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ইলিশগুলো জব্দ করা হয়।

৮৫০ কেজি ইলিশের বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page